।। খবর দেবো ।।
একদিন পরিচালকের কাছে একটি সুন্দরী মেয়ে এস হাজির হলো। পরিচালকে সে জানালো যে সে অভিনয় করতে চায়।
পরিচালক-ঠিকানা রেখে যান, যখন কোন বৃদ্ধার অভিনয় দরকার হবে, তখন আপনাকে খবর দেবো।
মেয়েটি-কিন্তু আমার বয়স তো এখন খুবই কম।
পরিচালক-যখন খবর দেবো তখন আপনি বুড়ো হয়ে যাবেন।
।। ঝর বনাম নোঙ্গর ।।
মাষ্টার-আচ্ছা তীর থেকে মাইলখানেক নৌকা বেয়ে চলে গেছো তুমি। এমন সময় ঝর উঠল। কি করবে তখন।
ছাত্রঃ নোঙ্গর ফেলে দেবো।
মাষ্টারঃধরো আরেকটা ঝর উঠলো?
ছাত্রঃআরেকটা নোঙ্গর ফেলব।
মাষ্টারঃহুমম। দরো যদি আরো একটা ঝর উঠলো?
ছাত্রঃআবার একটা নোঙ্গর ফেলব।
মাষ্টারঃআরে, এতো নোঙ্গর তুমি পাচ্ছ কোথায়?
ছাত্রঃ যেখান থেকে আপনি এতো ঝর পাচ্ছেন!
।। এই বাড়িটাই ।।
বাড়ির দালাল বোঝাচ্ছিল-দেখুন এই বাড়িটা খুবই ভালো। পাড়াটাও বেশ শান্ত। কোন ঝামেলা নেই। কোন কুকুর-বিড়ালের উৎপাত নেই।
ভাড়াটে খুশী হয়ে বললেন-তাহলে এই বাড়িটাই আমি নেব। আমার পোষা বেড়ালগুলো প্রতিবেশীদের বাড়িতে গিয়ে বেড়াতে পারবে আমার আর ওদের খাওয়াবার ভাবনা থাকবে না।
।। কুকুরের মুল্য ।।
এক খরিদ্দার কুকুর কিনতে এসে দোকানদারকে বললো-এই কুকুরটির দাম কতো? দোকানদার হেসে বললো-নিয়ে যান স্যার, মাত্র পাঁচশ টাকা। খরিদ্দার বলল-তা বিশ্বাশী কেমন?
তা আর বলে লাভ নেই স্যার, এর আগে দশ দশ বার এটাকে বিক্রি করেছি, ঠিক বাড়ি চিনে আবারও ফিরে এসেছে!
।। বাবা মাড়বে ।।
বন্ধুকে নিয়ে নতুন জায়গায় বেড়াতে গিয়েছে। সুন্দর একটা নদী। অপর বন্ধু পরামর্শ দেয়, চল, এ নদীতে স্নান করে আসি।
-কিন্তু, আমি সাঁতার জানি না যে!
-তাতে কি হয়েছে? আমি শিখিয়ে দেব।
-না, না, তা হয় না। নদীতে ডুবে মরলে বাবা ভীষণ মারবে।
।। ছেলের বুদ্ধি ।।
ছেলে বাবাকে জিগ্যেস করলো তার মাথার চুলগুলা একদম সাদা হয়ে গেল কেন?
বাবার উত্তর-তুমি রোজ রোজ পকেট থেকে টাকা চুরি কর। পড়াশুনা কর না। সেজন্যই হয়েছে।
ছেলে তখন বলল- এবারে বঝেছি দাদুর চুলগুলো সাদা হয়েছিল কেন?
মন্তব্য করুন